শুক্রবার ১১ এপ্রিল ২০২৫

Beta Version

Eng

শিরোনাম

বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ বিপ্লবী সরকার গঠন করে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব মাহমুদুর রহমানের ৩২,৬৬৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ইসরাইলে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের: প্রতিশোধের হুমকি ইসরাইলের ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ জুলাই-আগস্টের ক্যাম্পাস সহিংসতা তদন্তে ঢাবির কমিটি গঠন চ্যারিটি কমিশনে প্রাপ্ত অভিযোগের সংখ্যা ৭২ শতাংশ বৃদ্ধি বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারাও পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিদেশি ঋণ প্রতিশ্রুতিতে ৯৮% হ্রাস; প্রথম দুই মাসে ধস

ক্লাইমেট

যুক্তরাষ্ট্রে ঝড় হেলেনে মৃতের সংখ্যা বেড়ে ৯৩

নিউজবিট ডেস্ক

Published: 14:54, 30 September 2024

যুক্তরাষ্ট্রে ঝড় হেলেনে মৃতের সংখ্যা বেড়ে ৯৩

প্রবল ঝড় হেলেনে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে পৌঁছেছে। কেবলমাত্র উত্তর ক্যারোলিনার একটি কাউন্টিতে ৩০ জন মারা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংকটাপন্ন লোকদের কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে।

ডোনাল্ড ট্রাম্প শিগগিরই নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিদর্শনের ঘোষণা দিয়েছেন। ঝড় হেলেনের আঘাতে বেশ কয়েকটি রাজ্য লন্ডভন্ড হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ভালদোস্তা থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।

প্রবল বাতাস এবং মৌসুমী বৃষ্টি ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা এবং টেনেসি শহর ও নগরগুলোকে বিপর্যস্ত করেছে। এসব রাজ্যে বাড়িঘর ধ্বংস, রাস্তা-ঘাট প্লাবিত হয়েছে এবং লক্ষ লক্ষ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটর ডিন ক্রিসওয়েল রোববার বলেছেন, “আমরা পানির ব্যবস্থা, যোগাযোগ, রাস্তা ও গুরুত্বপূর্ণ পরিবহন রুটের পাশাপাশি বেশ কিছু বাড়িঘরের উল্লেখযোগ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি।”

এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, চরম আবহাওয়ায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর ক্যারোলিনায় ৩৭, দক্ষিণ ক্যারোলিনায় ২৫, জর্জিয়ায় ১৭, ফ্লোরিডায় ১১, টেনেসিতে ২ এবং ভার্জিনিয়ায় ১ জন রয়েছেন।

উত্তর ক্যারোলিনার বুনকম্বে কাউন্টির শেরিফ কুয়েন্টিন মিলার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “আমাদের কাছে আরেকটি বিধ্বংসী আপডেট এসেছে। আমরা তীব্র ঝড়ের কারণে এখন পর্যন্ত ৩০টি অবকাঠামোর ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে পেরেছি, যার মধ্যে পর্যটন নগরী অ্যাশেভিলও রয়েছে।”

Advertisement

সর্বশেষ

সর্বাধিক