মার্সেলো মাস্ত্রোয়ান্নির জন্মশতবার্ষিকী
তিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। ফেদেরিকো ফেলিনি ও সোফিয়া লরেনের সঙ্গে তাঁর জুটি সৃষ্টি করেছে অসাধারণ সব সিনেমা। আজ আমরা উদযাপন করছি মার্সেলো মাস্ত্রোয়ান্নির জন্মশতবার্ষিকী। প্রখ্যাত এই ইতালীয় অভিনেতার জীবন ও ক্যারিয়ার নিয়ে লিখেছেন লতিফুল হক।