দীপিকা ও রণবীরের নতুন ২৫ কোটি টাকার ফ্ল্যাট

৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো পিতা-মাতা হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। নতুন কন্যাসন্তান নিয়ে আনন্দের এই সময়ে, তাঁরা মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন।
নতুন ফ্ল্যাটটি সাগর রেশম আবাসনের ১৫ তলায় অবস্থিত এবং এর রেজিস্ট্রেশন ১২ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। এই ফ্ল্যাটটি কিনতে দীপিকা-রণবীর খরচ করেছেন ১৭ কোটি ৮০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।
তাদের নতুন ফ্ল্যাটটি ১,৮৪৫ বর্গফুট আকারের। এর আগে, দীপিকা ও রণবীর বান্দ্রার শাহরুখ খানের মান্নতের কাছে একটি বাড়ি কিনেছিলেন যার দাম ছিল প্রায় ১০০ কোটি রুপি। ২০২১ সালে আলীবাগে ২২ কোটি রুপির আরেকটি বাড়িও কিনেছিলেন তাঁরা।
 (5).png)