শুক্রবার ১১ এপ্রিল ২০২৫

Beta Version

Eng

শিরোনাম

বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ বিপ্লবী সরকার গঠন করে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব মাহমুদুর রহমানের ৩২,৬৬৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ইসরাইলে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের: প্রতিশোধের হুমকি ইসরাইলের ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ জুলাই-আগস্টের ক্যাম্পাস সহিংসতা তদন্তে ঢাবির কমিটি গঠন চ্যারিটি কমিশনে প্রাপ্ত অভিযোগের সংখ্যা ৭২ শতাংশ বৃদ্ধি বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারাও পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিদেশি ঋণ প্রতিশ্রুতিতে ৯৮% হ্রাস; প্রথম দুই মাসে ধস

বিনোদন

জাপানি অভিনেত্রী আনা সাওয়াইয়ের ইতিহাস গড়ার গল্প

নিউজবিট ডেস্ক

Published: 03:37, 22 September 2024

জাপানি অভিনেত্রী আনা সাওয়াইয়ের ইতিহাস গড়ার গল্প

‘পুরস্কারের জন্য আমার নাম ঘোষণার আগ পর্যন্ত আমি কাঁদছিলাম। আজ আমি কিছুটা এলোমেলো, অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়েছি।’ এবারের এমি অ্যাওয়ার্ডস অনুসরণ করলে এই বক্তার নাম জানা কথা— আনা সাওয়াই। জাপানি এই গায়িকা-অভিনেত্রী এবার এমিতে ইতিহাস গড়েছেন। বহুল আলোচিত সিরিজ ‘শোগান’-এ অসাধারণ অভিনয়ের জন্য ড্রামা সিরিজ ক্যাটাগরিতে হয়েছেন সেরা অভিনেত্রী। তিনিই প্রথম জাপানি তথা এশীয় অভিনেত্রী, যিনি এ বিভাগে এমি পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কারটি তিনি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন, রিজ উইদারস্পুনের মতো তারকাদের পেছনে ফেলে। তাই আনা সাওয়াইয়ের আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক।

দেশের বাইরের সিরিজ যাঁরা দেখেন, তাঁদের কাছে আনা সাওয়াই অচেনা নাম নয়। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নবম কিস্তিতে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান।

এরপর পরের বছর অ্যাপল টিভি প্লাসের ড্রামা সিরিজ ‘পাচিনকো’তে অভিনয় করে সমালোচকদের নজর কাড়েন। মার্কিন সিরিজ 'মনার্ক: লিগ্যাসি অব মনস্টারস'-এর মাধ্যমে তাঁর খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। এই পরিচিতির ফলেই তিনি ‘শোগান’-এ সুযোগ পান, এরপরই রচনা করেন ইতিহাস।

আনা সাওয়াইয়ের জন্ম নিউজিল্যান্ডে। ১০ বছর বয়সে তাঁর পরিবার জাপানে ফিরে আসে। মাত্র ১১ বছর বয়সে অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ২০০৯ সালে মার্শাল আর্ট সিনেমা ‘নিনজা অ্যাসাসিন’-এর মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়।

কিছুদিন আগেই আনা ‘ডব্লিউ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘শোগান’ সম্পর্কে বলেন, ‘আসলে শুটিং চলাকালে আমি আমার কাজ নিয়ে চিন্তা করছিলাম না। চিত্রনাট্য এতটাই দুর্দান্ত ছিল যে এক ধরনের ঘোরের মধ্যে ছিলাম। আমার পারফরম্যান্স কেমন হচ্ছে, সেটা নিয়ে নিশ্চিত ছিলাম না। এমনকি শুটিং শেষ হওয়ার পরও না।’

অভিনয়ের পাশাপাশি গানেও দক্ষ আনা। ২০১৩ সালে জাপানি নারী ব্যান্ড ‘ফেকি’-এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে এখন তিনি আর ব্যান্ডে নেই, নিজের ইচ্ছামতো গান করেন। তিনি জানান, অভিনয়ে মনোনিবেশ করার জন্যই ব্যান্ড ছেড়েছিলেন। সেই লক্ষ্য আজ অনেকটাই সফল।

‘শোগান’-এর সাফল্যের পর থেকে ৩২ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী নানা আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার প্রস্তাব পাচ্ছেন।

Advertisement

সর্বশেষ

সর্বাধিক