‘টাইটানিক’ নির্মাতা জেমস ক্যামেরন যোগ দিলেন এআই কোম্পানিতে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান স্ট্যাবিলিটি এআইতে যুক্ত হয়েছেন ‘টাইটানিক’ নির্মাতা জেমস ক্যামেরন। তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী লিডারশিপ টিমের নতুন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই তথ্য জানানো হয়েছে স্ট্যাবিলিটি এআইয়ের এক বিবৃতিতে, যা বিবিসি দ্বারা প্রতিবেদন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “জেমস ক্যামেরন ভবিষ্যতের একজন মানুষ, যিনি আমাদের পৌঁছানোর অপেক্ষায় থাকেন। তিনি গত জুনে আমাদের প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন।”
ক্যামেরন হলেন সেসব নির্মাতাদের মধ্যে একজন, যারা প্রথমবারের মতো চলচ্চিত্রে সিজিআই (কম্পিউটার জেনারেটেড ইমেজ) ব্যবহার করেন। ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজিসহ তার বহু সিনেমাতে ব্যাপকভাবে স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়েছে। জানা গেছে, ক্যামেরন চলচ্চিত্রে স্পেশাল ইফেক্ট এবং সিজিআইকে আরও কার্যকরীভাবে ব্যবহারের উপায় খুঁজে বের করার কাজ করবেন।
এআই প্রতিষ্ঠানে যোগদান সম্পর্কে ক্যামেরন বলেন, “আমি আমার পুরো ক্যারিয়ারে নতুন প্রযুক্তি অনুসন্ধান করেছি এবং প্রযুক্তির মাধ্যমে পর্দায় চমৎকার গল্প বলার চেষ্টা করেছি।”
হলিউডে অনেক দিন ধরেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিতর্ক চলছে। গত বছর হলিউডের ধর্মঘটের সময় চলচ্চিত্রে এআই ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
 (5).png)