কারিনা-সাইফের নতুন সিনেমার চমক

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান আবারও একই ছবিতে অভিনয় করতে চলেছেন। তাঁদের একসঙ্গে একাধিক ছবিতে দেখেছেন দর্শক, তবে এবার তাঁরা ফিরছেন নতুন রূপে।
জানা গেছে, 'অ্যানিমেল' পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবিতে সাইফ ও কারিনা একসঙ্গে পর্দায় আসবেন। আরও চমক রয়েছে—এই ছবিতে তাঁদের দেখা যাবে খল চরিত্রে।
পরিচালক সন্দীপ তাঁর নতুন ছবি 'স্পিরিট'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, ছবির প্রধান চরিত্রে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে বেছে নেওয়া হয়েছে। আর খলনায়কের দুটি চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সাইফ ও কারিনাকে। পরিচালক এই দম্পতিকে পর্দায় জুটি হিসেবে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেছেন।
এটি প্রভাসের সঙ্গেও সন্দীপের প্রথম ছবি হতে চলেছে। যদিও ছবির নির্মাতারা এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সূত্রের দাবি, ছবিটি আগামী বছর মুক্তি পেতে পারে।
 (5).png)