অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর চূড়ান্ত অনুমোদন

'অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪' এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমন-পীড়ন ও গণহত্যার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ছাত্র-জনতার গণবিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা সরকার পতনের একদফা দাবিতে ঐক্যবদ্ধ হয়।
গণঅভ্যুত্থানের চাপে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন এবং দেশত্যাগ করেন। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।
সংবিধান অনুযায়ী উদ্ভূত সাংবিধানিক সংকট মোকাবিলা এবং রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রপতি ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করেন।
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ও দায়িত্ব, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা এবং সুযোগ-সুবিধা নির্ধারণের লক্ষ্যে 'অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ আজ সেই খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
 (5).png)