আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান

আজ রোববার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামীকাল (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। ২৭ সেপ্টেম্বর তিনি উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেবেন।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন, যেখানে সেনাপ্রধান তাকে স্বাগত জানান।
 (5).png)