ড. ইউনূস-মুইজ্জুর বৈঠক: ‘সম্পর্কের দূরত্ব কমাতে হবে’

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের সাইডলাইনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে উভয় সরকারপ্রধানই জোর দেন।
বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্কের কার্যকরীকরণ, জলবায়ু পরিবর্তন গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন তারা।
প্রধান উপদেষ্টা মুইজ্জুর উদ্দেশে বলেন, “আমরা আরও ঘনিষ্ঠ হবো। আমাদের মধ্যে দূরত্ব রাখা উচিত নয়।”
তিনি সার্ককে অর্থনৈতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে এবং দক্ষিণ এশীয় অঞ্চলের আরও ঘনিষ্ঠ সংহতির জন্য সক্রিয় দেখতে চান।
ড. ইউনূস বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাবের ক্ষেত্রে। তিনি জলবায়ু সংকট থেকে উদ্ভূত বিপদের দিকে ইঙ্গিত করে বলেন, “আমাদের সমগ্র অস্তিত্বই হুমকির মুখে।”
মালদ্বীপের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, দুই দেশ পর্যটন, মৎস্য ও জলবায়ু পরিবর্তন গবেষণায় একসঙ্গে কাজ করতে পারে।
তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, এবং বলেন, “যদি আমাদের দুটি দেশ একসাথে কাজ করে, তাহলে এটি দুই দেশের জনগণের জন্য উপকারী হবে।”
এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যেই তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার পর জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। নোবেলজয়ী ড. ইউনূস সেখানে বাংলায় ভাষণ দেবেন।
 (5).png)