অস্ট্রেলিয়ায় এমপক্স আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি

অস্ট্রেলিয়ায় গত তিন মাসে এমপক্স আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে। টিকাদানের নিম্নহার এবং ভাইরাসটি শহরের বাইরের এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। সিডনি থেকে এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।
এই বছরের এখন পর্যন্ত ৭৩৭ জন এমপক্স আক্রান্ত শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই সাম্প্রতিক কয়েক মাসে ধরা পড়ে। এর বিপরীতে, গত বছর ২৬ জন এবং ২০২২ সালে ১৪৪ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। নতুন সংক্রমণের বেশিরভাগই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে শনাক্ত হয়েছে এবং মাত্র দুইজন নারী বাদে বাকি সব আক্রান্ত পুরুষ।
অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড এজড কেয়ারের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, এই বছরের মে মাস থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
সিডনির যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সাধারণ চিকিৎসক ম্যাথিউ শিল্ডস এবিসিকে জানান, ভাইরাসটি এখন মেট্রোপলিটন এলাকাগুলোর বাইরে ছড়িয়ে পড়ছে, যেখানে টিকাদানের হার খুবই কম।
 (5).png)