জুলাই-আগস্টের ক্যাম্পাস সহিংসতা তদন্তে ঢাবির কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে ঘটে যাওয়া সহিংস ও অপ্রত্যাশিত ঘটনাগুলোর তদন্তে একটি কমিটি গঠন করেছে।
কমিটিকে ৩০ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইকরামুল হককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যবস্থাপনা বিভাগের ড. নাদিয়া নেওয়াজ রিমি এবং সহকারী প্রক্টর সেহরিন আমিন ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আয়ুব আলীকে কমিটির সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 (5).png)