শুক্রবার ১১ এপ্রিল ২০২৫

Beta Version

Eng

শিরোনাম

বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ বিপ্লবী সরকার গঠন করে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব মাহমুদুর রহমানের ৩২,৬৬৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ইসরাইলে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের: প্রতিশোধের হুমকি ইসরাইলের ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ জুলাই-আগস্টের ক্যাম্পাস সহিংসতা তদন্তে ঢাবির কমিটি গঠন চ্যারিটি কমিশনে প্রাপ্ত অভিযোগের সংখ্যা ৭২ শতাংশ বৃদ্ধি বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারাও পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিদেশি ঋণ প্রতিশ্রুতিতে ৯৮% হ্রাস; প্রথম দুই মাসে ধস

খেলা

ইংল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক সিরিজ জয় করলো অস্ট্রেলিয়া

নিউজবিট ডেস্ক

Published: 14:37, 30 September 2024

ইংল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক সিরিজ জয় করলো অস্ট্রেলিয়া

ট্রাভিস হেডের দুর্দান্ত বোলিং এবং ওপেনার ম্যাথু শর্টের বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয় করেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গত রাতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪৯ রানে ইংল্যান্ডকে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এর আগে ২০২০ এবং ২০২২ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল তারা।

ব্রিস্টলে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ৭ ওভারে ৫৮ রানের শুরু পায়। ৫টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৫ রান করা ওপেনার ফিল সল্টকে থামিয়ে প্রথম সাফল্য এনে দেন পেসার অ্যারন হার্ডি। রান খোলার আগেই হার্ডির দ্বিতীয় শিকার হন তিন নম্বরে নামা উইল জ্যাকস। ৭০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর শক্ত হাতে হাল ধরেন ওপেনার বেন ডাকেট এবং অধিনায়ক হ্যারি ব্রুক। দুজন মিলে তৃতীয় উইকেটে ৯৮ বলে ১৩২ রান যোগ করেন, যেখানে ডাকেট ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।

ডাকেটের সেঞ্চুরির পাশাপাশি ব্রুকের অর্ধশতকে ২৫ ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ড ২০০ রানের গণ্ডি পার করে। এরপরই ইংলিশদের ব্যাটিংয়ে ছন্দ পতন ঘটে। পরবর্তী ২৪.৩ ওভারে ইংল্যান্ড মাত্র ১০৭ রান তুলতে পারে এবং ৪৯.২ ওভারে ৩০৯ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের শেষ ৮ উইকেট নিয়েছেন স্পিনার এডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্রাভিস হেড।

২৫তম ওভারের শেষ বলে ব্রুককে থামিয়ে ইংল্যান্ডের ব্যাটিং ধসের সূচনা করেন জাম্পা। ৩টি চার ও ৭টি ছক্কায় ৫২ বলে ৭২ রান করেন ব্রুক। এরপর লিয়াম লিভিংস্টোনকে খালি হাতে ফিরিয়ে দেন জাম্পা। জাম্পার সাথে উইকেট শিকারে যোগ দেন ম্যাক্সওয়েল, যিনি জেমি স্মিথ ও ম্যাথু পটসকে ৬ রানে বিদায় করেন।

অস্ট্রেলিয়ার অষ্টম বোলার হিসেবে আক্রমণে এসে ডাকেটকে সাজঘরে পাঠান হেড। ১৩টি চার ও ২টি ছক্কায় ৯১ বলে ১০৭ রান করেন ডাকেট। শেষদিকে হেড আরো ৩ উইকেট তুলে নেন, ৬.২ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

৩১০ রান তাড়ায় নামা অস্ট্রেলিয়ার দুই ওপেনার শর্ট এবং হেড ৭ ওভারেই ৭৮ রান সংগ্রহ করেন। অষ্টম ওভারের প্রথম বলে পেসার ব্রাইডেন কার্সের শিকার হন ২৬ বলে ৩১ রান করা হেড।

হেড ফিরে গেলেও শর্ট রানের গতি ধরে রাখেন, ছক্কা মেরে মাত্র ২৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন। ৭টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৫৮ রান করে শর্ট ইংলিশ পেসার পটসের বলে আউট হন।

১৩তম ওভারে দলীয় ১১৮ রানে শর্ট ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুরিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ এবং জশ ইংলিশ। দুজনের ৪৭ রানের জুটিতে ২০.৪ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৬৫ রানে পৌঁছে যায়। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং বৃষ্টি অব্যাহত থাকায় বৃষ্টি আইনে জয় পায় অস্ট্রেলিয়া। বৃষ্টির নিয়ম অনুসারে ২০.৪ ওভারে ২ উইকেটে ১১৬ রান থাকা প্রয়োজন ছিল, যেখানে অস্ট্রেলিয়া ৪৯ রান বেশি করেছিল।

স্মিথ ৩৬ ও ইংলিশ ২৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচ এবং সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

Advertisement

সর্বশেষ

সর্বাধিক