শুক্রবার ১১ এপ্রিল ২০২৫

Beta Version

Eng

শিরোনাম

বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ বিপ্লবী সরকার গঠন করে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব মাহমুদুর রহমানের ৩২,৬৬৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন ইসরাইলে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের: প্রতিশোধের হুমকি ইসরাইলের ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ জুলাই-আগস্টের ক্যাম্পাস সহিংসতা তদন্তে ঢাবির কমিটি গঠন চ্যারিটি কমিশনে প্রাপ্ত অভিযোগের সংখ্যা ৭২ শতাংশ বৃদ্ধি বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারাও পেলেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিদেশি ঋণ প্রতিশ্রুতিতে ৯৮% হ্রাস; প্রথম দুই মাসে ধস

খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আঁতোয়ান গ্রীজম্যান

নিউজবিট ডেস্ক

Published: 14:45, 30 September 2024

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আঁতোয়ান গ্রীজম্যান

২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা আঁতোয়ান গ্রীজম্যান আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার মাধ্যমে দেশের হয়ে গ্রীজম্যানের ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৩ বছর বয়সী ফরাসি সহ-অধিনায়ক গ্রীজম্যান বলেন, “ফুটবল ক্যারিয়ারকে শেষ করার ঘোষণা দিচ্ছি। এর সাথে অনেক সুন্দর স্মৃতি জড়িত রয়েছে।”

এ্যাথলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড ২০১৪ সালের মার্চে ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচ খেলেন। তিনি ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন। সাবেক সতীর্থ হুগো লোরিস (১৪৫) এবং ১৯৯৮ বিশ্বকাপ জয়ী লিলিয়ান থুরাম (১৪২) গ্রীজম্যানের চেয়ে এগিয়ে রয়েছেন।

জাতীয় দলের জার্সিতে ৪৪ গোল করে গ্রীজম্যান ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে আছেন। রেকর্ডধারী অলিভার জিরুদ, থিয়েরি অঁরি এবং বর্তমান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে তার থেকে এগিয়ে রয়েছেন।

২০১৮ বিশ্বকাপের ফাইনালে মস্কোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ী ম্যাচে গ্রীজম্যান গোল করেছিলেন। এর আগে ২০১৬ ইউরো ফাইনালে ফ্রান্সকে ফাইনালে উঠতে সহায়তা করেন। সেই টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ ৬ গোল করেছিলেন।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গ্রীজম্যানের দুর্দান্ত পারফরম্যান্স ছিল। এই ফাইনালে পেনাল্টির মাধ্যমে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয় ফ্রান্স।

ইউরো ২০২৪’এ তারকাসমৃদ্ধ ফ্রান্স সেমিফাইনালে খেললেও গ্রীজম্যানসহ পুরো দল নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এ মাসের শুরুতে উয়েফা নেশন্স লিগে ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে জয়ী ম্যাচটি ছিল গ্রীজম্যানের ফরাসি জার্সিতে শেষ ম্যাচ।

গ্রীজম্যানের অবসরের এই সিদ্ধান্তের মাধ্যমে ফ্রান্স দলের একটি অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। ২০২২ বিশ্বকাপের পর লোরিস ও সেন্টার-ব্যাক ভারানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। ভারানে গত সপ্তাহে ৩১ বছর বয়সে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এছাড়া, জার্মানীতে অনুষ্ঠিত ইউরো টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন গিরুদ।

কোচ দিদিয়ের দেশ্যম আগামী বৃহস্পতিবার নেশন্স লিগের পরবর্তী ম্যাচের জন্য ফ্রান্স দলের ঘোষণা দেবেন। নেশন্স লিগে আগামী ১০ অক্টোবর বুদাপেস্টে ইসরায়েল এবং চারদিন পর ব্রাসেলসে বেলজিয়ামের মোকাবেলা করবে ফ্রান্স।

Advertisement

সর্বশেষ

সর্বাধিক